বিএনএ ডেস্ক, ঢাকা: নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সরকারের উদাসীনতা দায়ী। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরম ব্যর্থ এই সরকারের উচিত বিএনপি’র হাতে ক্ষমতা হস্তান্তর করা।
রোববার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপণ্যের মূল্য যে হারে বেড়েছে তাতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এজন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতা দায়ী। অথচ সরকারের মন্ত্রীরা এ জন্য বিএনপিকে দায়ী করছেন বলেও মন্তব্য করেন ফখরুল।
আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে এসময় মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় না থেকেও যদি সব কিছু নিয়ন্ত্রণ করে তাহলে সরকারের উচিত বিএনপি’র হাতে ক্ষমতা হস্তান্তর করা।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ হাস্যকর কথা বলে জনগণের সাথে তামাশা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ খেতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। ফখরুল বলেন, এই সরকার জনগণের ভোটে দ্বারা নির্বাচিত নয়, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, সেজন্য তারা এ ধরনের মস্কারা করা সাহস দেখায়।
মির্জা ফখরুলের অভিযোগ, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা জনগণের পক্ষে কথা বলার চেষ্ঠা করছেন তাদেরকে আইন তৈরি করে বাধা দেয়ার চেষ্টা চলছে। মানুষের কথা বলা ও মত প্রকাশের সাংবিধানিক যে অধিকার, যে স্বাধীনতা সেটাকে নিয়ন্ত্রণ করতে সরকার নীতিমালা তৈরি করতে যাচ্ছে। এই নীতিমালা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে এমন নীতিমালা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
বিএনএ/ এ আর