বিএনএ, ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে মহসিন রেজা (৩৫) নামে এক টেইলার্স মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) সকালে নিজ দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার বলছে, মহসিন রেজা অভাব-অনটনে ছিলেন। করোনার কারণে তার ব্যবসা খারাপ যাচ্ছিলো। এনিয়ে হতাশায় ছিলেন তিনি।
মহসিনের ধানমন্ডি ৭-এ ‘ফ্যাশন অ্যান্ড লেডিস টেইলার্স’ নামে একটি দোকান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে।
মহসিনের ভাই মোহাম্মদ আলী বলেন, আমার ভাইয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল না। ভাইয়ের এক ছেলে এক মেয়ে রয়েছে। টাকার অভাবে তাদের স্কুলে ভর্তি করাতে পারেননি। এনিয়ে হতাশায় ছিলেন। এছাড়া ভাই দুই জায়গা থেকে সুদে লোন নিয়েছিলেন। এই টাকার জন্য পাওনাদাররা এসে তাকে চাপ দিতো। অভাব-অনটনে জন্য মহসিন রেজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান তিনি।
ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুনসুর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনের বরাতে এসআই বলেন, গত দুই-তিনদিন দোকানে ঠিকমতো আসতেন না মহসিন রেজা। আজ সকাল তার মিরপুরের বাসা থেকে দোকানে আসেন। সেখানে ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
বিএনএ/আজিজুল, এমএফ