24 C
আবহাওয়া
৪:১১ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ মার্চ

শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ মার্চ

ঢাকা শিক্ষা বোর্ড

বিএনএ, ঢাকা: চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের পঞ্চম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ মার্চ। শিক্ষার্থীরা আগামী ২২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর মধ্যে ১৭ মার্চ বন্ধ থাকবে ভর্তির সার্ভার।

রোববার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।তিনি বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে।

তিনি বলেন, পুনর্মূল্যায়নের পর অনেকে ফেল থেকে পাস হয়েছেন। অনেকের ফল বেড়েছে, তারা এখন ভর্তি হতে পারবে। এ ছাড়াও অনেকে ভর্তির আবেদন করেও ভর্তি হননি। এটি তাদের জন্য নতুন করে ভর্তির সুযোগ।

এর আগে ২০২১ সালের এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ