21 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

বিএনএ, বিশ্বডেস্ক : কঙ্গোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫২ জন।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) বুয়োফওয়ে নামে একটি গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে থাকা ১৫টি ওয়াগনের মধ্যে ১২টিই খালি ছিল। ট্রেনটি মূলত একটি মালবাহী ট্রেন কিন্তু দুর্ঘটনায় পতিত হওয়ার সময় সেটিতে কয়েক শতাধিক যাত্রী ছিল।

কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গতবছর অক্টোবরেও একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। ২০১৯ সালেও দেশটির কাসাই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৪ জন এবং আহত হন ৩১ জন।

উল্লেখ্য, কঙ্গোতে প্রায় সময় ট্রেন দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহনসহ লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটছে। গত অক্টোবরে একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ