15 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ‘নিষেধাজ্ঞা’ ভেঙে সানি লিওন ঢাকায়

‘নিষেধাজ্ঞা’ ভেঙে সানি লিওন ঢাকায়

সানি

বিএনএ বিনোদন ডেস্ক: শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি চাইলে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারপরও ঢাকায় এলেন তিনি। শুধু যে সানি লিওন এসেছেন তা নয়, একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি। ভারত থেকে বিশেষ এক ফ্লাইটে ঢাকায় আসেন তারা।

শনিবার (১২ মার্চ) বিকাল ৪টায় বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন সাবেক এই পর্নো তারকা।

গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ও নারগিস ফাখরি ঢাকায় এসেছেন। ঢাকায় এসে কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ’ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হতেও দেখা গেছে। সে অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সানি ও নারগিসকে দেখা যায়।

তাপস-মুন্নীদের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে। বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস। সে অনুসারে দুইজনের সঙ্গেই সখ্যতা তাপস মুন্নির।

জানা গেছে একদিনের সফরে ঢাকায় এসেছেন তারা। আজ রোববার ভারতে ফিরে যাবেন।

এর আগে শুক্রবার (১১ মার্চ) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বলিউড অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে আসার জন্য পরিচয় গোপন করেছিলেন বলে তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন , একটি চলচ্চিত্রের কাজে সানি লিওনসহ ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সানি লিওন তার পরিচয় (নাম) গোপন করে ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। বিষয়টি জানার পর তার (সানি লিওন) বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ