17 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা

বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা

বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা

বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কা সরকার জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে জনসমক্ষে বোরকা ও নিকাবসহ সবধরনের মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে এক হাজারের বেশি মাদ্রাস বন্ধ করে দেবে। শনিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সরকারের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরত বিরাসেকেরা এ খবর দিয়েছেন।

দেশটির জন নিরাপত্তা মন্ত্রী সারাত উইরাসেকারা বিবিসিকে বলেছেন, বোরকা নিষিদ্ধ করার এক নির্দেশে তিনি সই করেছেন। সেটি কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন লাগবে।

তিনি তার ভাষায় বলেন, আমাদের দেশে প্রথম দিকে মুসলিম নারী ও মেয়েরা কখনো বোরকা পরতেন না। এটি ধর্মীয় উগ্রবাদের লক্ষণ, যা সম্প্রতি এসেছে। আমরা নিশ্চয় এটি নিষিদ্ধ করব।”

মন্ত্রী বলেন, খুব দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে তিনি আশা করছেন।

প্রায় দু বছর আগে খ্রিস্টানদের ইস্টার সানডে পরবের দিন শ্রীলঙ্কায় হোটেল ও কয়েকটি গির্জার ওপর সমন্বিত কয়েকটি হামলার পর দেশটির সরকার এই উদ্যোগ নিচ্ছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ