বিএনএ, নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে । এমপি নিজাম হাজারী ও একরাম চৌধুরীর অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। গতকাল রাতে একরাম চৌধুরীর বাড়িতে একটি বৈঠক হয়েছে। সেখানে নিজাম হাজারী আর একরাম চৌধুরীর নির্দেশে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বসুরহাট পৌরসভায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নিজের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
কাদের মির্জা বলেন, ‘যতক্ষণ আমার এক ফোটা রক্ত আছে, আমি এখান থেকে সরবো না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। সাহস করে সত্য কথা বলবো। অন্যায়-অবিচার-জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবো। এটা কার বিপক্ষে গেলো, সেটা আমার জানার বিষয় নয়। শেখ হাসিনার কাছে আমার আবেদন, আপনি দলীয়ভাবে এখানে জেলা কমিটিকে তদন্তভার দিয়েছেন। এরা একপেশে। তারা তো সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। তাদের থেকে সঠিক কী তথ্য দল পাবে? সেজন্য আমি প্রস্তাব করছি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং আমাদের এ অঞ্চলের নেতা সুজিত রায় নন্দী-এই দুই জনসহ আপনার পছন্দের নেতাদের তদন্তভার দেন। এরপর যদি আমার দলের নেতাকর্মী দোষী সাব্যস্ত হন, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
কাদের মির্জা বলেন, ‘এখানে ঘটে যাওয়া সব ঘটনার জন্য ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। যদি নোয়াখালী থেকে করে, তাহলে প্রভাবিত হবে। আর না হলে এনএসআই, ডিজিএফআই আছে, তাদের দিয়ে তদন্ত করে যদি আমি এবং আমার অনুসারীর কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হোক।’
বিএনএ/ওজি