20 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেপ্তার

গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেপ্তার

গ্রেপ্তার-১

বিএনএ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইন লংঘনের অভিযোগে মোঃ বাবুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১২ মার্চ ) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বাবুল গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, সুমন নামের এক ব্যক্তির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামি কে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ফেসবুকে এ পোস্ট দেওয়া যায় না।

সেনাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর বিদ্বেষ মূলক পোস্ট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে মনির হোসাইন সুমন নামে এক সংবাদকর্মী মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায় , বাবুল দীর্ঘদিন যাবত মানহানিকর সরকার ও দেশ বিরোধী বক্তব্য বিভিন্ন ফেসবুক গ্রুপে দিয়ে আসছিলেন। এতে করে দেশের সুনাম বহিঃবিশ্বে চরম ভাবে ক্ষতি হচ্ছিল।

বিএনএনিউজ২৪/ এম. এস. রুকন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ