19 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

বিএনএ, সাভার প্রতিনিধি: সাভারে ট্রাক চাপায় উমর ফারুক (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ মার্চ)  রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত উমর ফারুক কুড়িগ্রামের সাতদরগাহ গ্রামের চাঁদ মিয়ার ছেলে। সে রাজধানীর জিহাদ এন্টারপ্রাইজ নামে একটি কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, আনুমানিক রাত ৮টার দিকে ফারুক মোটরসাইকেল যোগে সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল চালক কে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে নিহত মোটরসাইকেল চালক এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ২৪/ ইমরান খান,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ