বিএনএ, চট্টগ্রাম: কালুরঘাট সেতু পারাপারে বাইকের টোল আদায় বন্ধের দাবিতে আবার বিক্ষোভ করেছেন সেতু ব্যবহারকারীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব কালুরঘাট টোল অফিসের সামনে মেটাল হর্স বাইকার গ্রুপ ও নাগরিক কমিটি এ বিক্ষোভের ডাক দেন।
জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন, ইজারাদার কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিসহ আন্দোলনকারীদের একটি বৈঠক হয়। এরপর ইজারাদার কর্তৃপক্ষ ১০ টাকা হারে মোটর সাইকেল প্রতি টোল আদায় শুরু করেন। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুমুল সমালোচনার মুখে পড়েন ছাত্র প্রতিনিধিরা।
বাইক থেকে টোল আদায় বন্ধের দাবিতে আবারও বিক্ষোভের ডাক দেয় নাগরিক কমিটি ও বাইকাররা। বুধবার সন্ধ্যায় বিক্ষোভের মুখে পড়েন টোল আদায়কারী প্রতিষ্ঠানের লোকজন। এতে দুইপাড়ে সৃষ্টি হয় যানজটের।
খবর পেয়ে বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল রেলওয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাইকের টোল আদায় করা হবে না জানালে পরিস্থিতি শান্ত হয়।
মেজর রাসেল বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিক্ষোভকারীরা বাইকের টোল প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাইক থেকে টোল নেবেন না ইজারাদার প্রতিষ্ঠান।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী