14 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক আহত

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক আহত


বিএনএ, বিশ্বডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহর উত্তরে ইসরায়েলি হামলায় আল জাজিরার প্রতিবেদকসহ দুই সাংবাদিক আহত হয়েছেন।

আল জাজিরা অ্যারাবিক প্রতিবেদক ইসমাইল আবু ওমর ও তার ক্যামেরাম্যান আহমাদ মাতারের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য মঙ্গলবার তাদের খান ইউনিসের ইউরোপিয়ান গাজা হাসপাতালে পাঠানো হয়েছে।

আবু ওমরের ডান পা কেটে ফেলা হয়েছে। তার মাথায় ও বুকে শার্পনেলের টুকরো রয়ে গেছে। চিকিৎসকরা তার বাঁ পা রক্ষার চেষ্টা করছেন। ফিমোরাল ধমনীতে সম্ভাব্য ক্ষত থেকে বেশ রক্তক্ষরণের পর তার অস্ত্রোপচার চলছে।

দুই সাংবাদিকই রাফাহ শহরের উত্তরে মিরাজে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হন। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পরিস্থিতি তুলে ধরছিলেন।

ইসরায়েল জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা বাড়িয়েছে। ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ২৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।

মুহাম্মদ আল-আস্তাল নামে হাসপাতালের এক চিকিৎসক বলেন, আবু ওমরের জীবন ঝুঁকিতে রয়েছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ