30 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - মার্চ ১, ২০২৪
Bnanews24.com
Home » মসিক নির্বাচনে মনোয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

মসিক নির্বাচনে মনোয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু


বিএনএ, ময়মনসিংহ : মনোনয়ন জমা দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও প্রার্থী মো. ইকরামুল হক টিটু। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২ টার দিকে নগরীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর হাতে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা শেষে মো. ইকরামুল হক টিটু বলেন, আমরা চাই একটি স্মার্ট সমৃদ্ধ নগর গড়ে তুলতে। সেজন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন। জলাবদ্ধতা নিরসন, যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশের উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলার উন্নয়নে সহযোগিতা করা, মাদকমুক্ত সমাজ গড়ে তোলায় কাজ করা। এগুলোই আমাদের মূল চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কিছু কাজ করতে হবে। যদি আগামী দিনে জনগণ আমাকে সুযোগ দেয়, আমার অবস্থান থেকে সেটি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি রয়েছে। প্রত্যাহারের শেষ ৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে নারী-পুরুষ ৩ লাখ ৩৬ হাজার ৪শত ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ