25 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৩৬ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৩৬ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৩৬ হাজার ছাড়িয়েছে

বিএনএ: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। সোমবার (১৩ফেব্রুয়ারি) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, তুরস্কেই মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে।

সিরিয়ায় এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৬১৪ জন। স্যালভেশন গভর্নমেন্ট গভর্নেন্স অথরিটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত অংশেই মারা গেছেন বেশি মানুষ।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫.৩ মিলিয়ন বা ৫০ লাখের বেশি মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯০ হাজার মানুষের মানুষের জরুরী খাবার ও পোশাক প্রয়োজন।

১৯৯৯ সালের পর থেকে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল ও স্কুল-কলেজ। তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ