32 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় অবৈধ বালু জব্দ, নিলামে বিক্রি

আনোয়ারায় অবৈধ বালু জব্দ, নিলামে বিক্রি

আনোয়ারায় অবৈধ বালু জব্দ, নিলামে বিক্রি

বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বালুমহালের বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধ বালুমহালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে মোহাম্মদ শফিকের অবৈধ বালু জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত বালুগুলো ৩ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ, বিএম

Loading


শিরোনাম বিএনএ