চট্টগ্রামের ওশেন মেরিটাইম একাডেমির নবম ব্যাচের শিক্ষা সমাপনী রেটিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ ফেব্রুয়ারি) সকালে ফৌজদারহাট- বন্দর কানেক্টিং সড়কের তুলাতলীতে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ – পরিবহন অধিদপ্তরের কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশনের ক্যাপ্টেন সাঈদ আহমেদ।
প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশী বিদেশী জাহাজে পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে মেরিনার্সরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন মেরিন একাডেমির মাধ্যমে নৌপরিবহন সেক্টরে আরো দক্ষ জনশক্তি গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্যে একাডেমির উপাধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, প্রশিক্ষণ শেষে কর্মদক্ষতা আর সততার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে কাজ করে যেতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ওশেন মেরিটাইম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম, একাডেমির প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ গোলাম জিলানী, এনআরবি ব্যাংক ট্রানজিকশন ব্যাংকিং বিভাগের প্রধান তাপসী রাবেয়া ও অন্যান্যরা।
বিএনএনিউজ২৪,জিএন