25 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা

মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা

প্রভা

বিনোদন ডেস্ক: ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুভাকাঙক্ষীদের কাছে সাহায্য চেয়ে ওই ভুয়া অ্যাকান্ট রিপোর্ট করার আহ্বান জানিয়ছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি ….আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো। টিকটক প্লাটফর্মের আমার কোনো আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনটাই আমার না।

‘তাই আপনারা যদি সত্যিকারের আমার ভালো চান শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই আইডিগুলোতে রিপোর্ট করে আপনার এগুলো চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন।’

প্রভা লিখেছেন, ‘আর আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এই আইডিটার ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’

তিনি লিখেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রামা। আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য না।’

‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করেন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ