বিএনএ, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল খোলা ও একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। এছাড়া মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে ক্লাস চলবে ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আন্দোলনের কারণে গত ১৬ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন। দীর্ঘ ২৭ দিন পর সিন্ডিকেট সভায় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিএনএ/ ওজি