বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৩টি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ মো. সাহাব উদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ( ১২ ফেব্রুয়ারি) বাঁশখালী থানাধীন হালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাব উদ্দিন একই থানার সরল এলাকার মৃত সামসু মিয়ার ছেলে।
র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) বলেন, মো. নুরুল আবছার বলেন, ওই এলাকায় শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র।
সাহাব উদ্দিন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বেচাকেনাসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বিএনএনিউজ২৪.কম/এনএএম