22 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » শপথ নিলেন আনোয়ারা উপজেলার ইউপি মেম্বারগণ

শপথ নিলেন আনোয়ারা উপজেলার ইউপি মেম্বারগণ

শপথ নিলেন আনোয়ারা উপজেলার ইউপি মেম্বারগণ

বিএনএ, আনোয়ারা  : তথ্য সেবা, নিবন্ধন সেবা, সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানিয়েছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। রোববার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন,  ইউনিয়ন পরিষদের সেবা নিতে গিয়ে জনগণ যেন হয়রানির শিকার না হয়। হয়রানিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে সুন্দরভাবে দায়িত্ব পালন করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
শপথ নিলেন আনোয়ারা উপজেলার ইউপি মেম্বারগণ

উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য ও জনসংরক্ষিত আসনের ৩৩জন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। শপথগ্রহন অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ ১১ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা।

এর আগে গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে ৯ ইউনিয়নের চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মমিনুর রহমান নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
আনোয়ারা উপজেলার ইউপি মেম্বারগণ

নয় ইউপির শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন, বৈরাগ ইউনিয়নের নওয়াব আলী, বারশত ইউনিয়নের এম এ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বারখাইন ইউনিয়নের হাসনাইন জলিল শাকিল, সদর ইউনিয়নের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জন চেয়ারম্যানের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারি জুঁইদন্ডীর নির্বাচনে ১ জনসহ ৯ জন শপথ গ্রহণ করেন। তবে, অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি ৯নংপরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী। ৪নং বটতলী ইউনিয়নের চেয়ারম্যান গেজট না হওয়ায় অধ্যাপক এম এ মান্নান চৌধুরীও শপথ গ্রহণ করেনি।

বিএনএনিউজ২৪.কম/এনামুল হক নাবিদ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ