বিএনএ ডেস্ক, ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্বিকভাবে পাসের হার ৯৫.২৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১.৮৯,১৬৯ জন।
এছাড়া বোর্ড ভিত্তিক ফলাফলে দেখা যায়।
ঢাকা বোর্ডে পাশের হার ৯৬.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৩৩ শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী।
যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী।
সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী।
দিনাজপুরে বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫.৭১; জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ শিক্ষার্থী।
মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯জিপিএ-৫ পেয়েছে : ৪ হাজার ৮৭২ শিক্ষার্থী।
কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ শিক্ষার্থী।
শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডের রেজাল্টের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাচ্ছে।
যেভাবে মোবাইলে জানবেন ফলাফল : আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী। পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী।
বিএনএনিউজ২৪/ এআর/এমএইচ