20 C
আবহাওয়া
৬:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় আগুনে পুড়েছে ৬ বসতঘর

আনোয়ারায় আগুনে পুড়েছে ৬ বসতঘর

চট্টগ্রামে শ্বশুর বাড়িতে আগুন, পুড়ে মারা গেল জামাই

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

শনিবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোবাদিয়া গ্রামের ইয়াছীর খাঁ বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যৃতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মুখতার আহমেদ জানান, রাত আড়াইটার দিকে মোশারফ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে সবাই ছুটাছুটি করতে থাকে।  আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।ঘর থেকে কোনো মালামাল বের কর সম্ভব হয়নি। ঘরের নতুন ফ্রিজ, স্বর্ণ, নগদটাকা , ধান। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২-১৫ লক্ষ টাকার মতো হবে।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। তার আগে মোশারফ আলী, আব্দুর রশীদ, নুরুল আলম, মনোয়ারা বেগম, ইউছুফ আলী, মোখতার আহমেদ এর ছয়টি ঘর পুড়ে  যায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন।

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে আগুনে পুড়ে ৬টি পরিবার একেবারে অসহায় হয়ে যায়। আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি। তাদের সকলকে সার্বিক সহযোগিতা করা হবে ।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ