বিএনএ, বিশ্বডেস্ক : যেকোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে- যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার মধ্যে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার৷
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়৷
বিবৃতিতে বলা হয়, ‘‘এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি৷ প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা৷’’
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতিমধ্যে সারা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে৷ যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া৷
ইউক্রেনে হামলা চালালে তার ফল খুব ‘ভয়াবহ’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷
তবে যেকোনো সময় হামলা হতে পারে- যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য জনগণের মনোবল নষ্ট করছে এবং দেশটির অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি ইউক্রেনের৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে৷
এদিকে বার্তা সংস্থাগুলো জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বর্তমান সংকট নিয়ে টেলিফোনে আলাপ করবেন৷
তার আগে পুটিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানা গেছে৷ ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে মস্কো সফর করেছিলেন মাক্রোঁ৷ তবে পুটিনের সাথে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি৷
তার আগে সংকট নিরসনের চেষ্টায় মস্কো সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান৷
এদিকে ইউক্রেনে যেকানো সময় রাশিয়ায় হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়, আকাশপথে হামলার মাধ্যমে আক্রমণ চালাতে পারে রাশিয়া৷ এর ফলে বিদেশিদের দেশটি ত্যাগ করা কঠিন হতে পারে এবং সাধারণ নাগরিকরা বিপদাপন্ন হতে পারে৷
এমন সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের তাগিদ দেয়৷ তবে রাশিয়া বারবারই বলছে, হামলার কোনো পরিকল্পনাই তাদের নেই৷
বিএনএনিউজ/এইচ.এম।