20 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা

বিএনএ,স্পোর্টসডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার(১৩ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই জয়ে ১-১ এ সমতায় ফিরলো সফরকারিরা।

পাকিস্তানের দেয়া ১৪৫ রানের লক্ষ্য ২২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে পৌছেঁ যায় প্রোটিয়াসরা।

শুরুতে জান্নেমন মালান ও জেজে স্মটসকে হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেন্ড্রিক্স তৃতীয় উইকেটে পাইট ভ্যান বিলজোনকে নিয়ে ৭৭ রানের জুটি করে কাদিরের বলে ফিরেন রেজা হেন্ড্রিক্স। আউট হবার আগে ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান। রেজার বিদায়ের পরে বেশিক্ষণ টিকতে পারেনি বিলজোন। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রান। এরপর ডেভিড মিলারের ২৫ এবং হেইনরিচ ক্লায়াসেনের ১৭ রানের সুবাদে ২২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারিরা।

এর আগে টস হেরে রিজওয়ানের ৫১ ও অপরাজিত ফাহিম আশরাফের ৩০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ডোয়াইন প্রিটোরিয়াস একাই নেন পাঁচ উইকেট।

রোববার ১৪ ফেব্রুয়ারি একই মাঠে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ