বিএনএ, স্পোর্টস ডেস্ক : সব ধরণের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফিস। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজন বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
রাজ্জাকের নতুন পরিচয় বিসিবির নির্বাচক আর নাফিস ক্রিকেট অপারেশন্স ম্যানেজার। বিদায়ের দিনে আপ্লুত হলেও ক্যারিয়ার নিয়ে এতটুকু আক্ষেপ নেই দুজনের কারোরই।
প্রায় দুই দশকের ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেটে এক হাজার ১৪৫টি উইকেট শিকার করেছেন রাজ্জাক। এর মধ্যে তার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ২৭৯টি। অন্যদিকে, ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে শাহরিয়ার নাফিস করেছেন সাড়ে ১৪ হাজার রান।
বিএনএনিউজ/ এইচ.এম।