বিএনএ, বোয়ালখালী : বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দোতলা বিশিষ্ট ৩টি মাটির বসতঘর।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্জুরী এলাকার আরতি মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, ঘরে পূজার আসনে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে বিপ্লব চৌধুরী, গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ.এম/এইচমুন্নী