ঢাকা: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে গুমের ঘটনার প্রমাণও পাওয়া গেছে বলে জানায় তারা।
প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ বলেন, “শেখ হাসিনাসহ যাদের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেগুলোর সত্যতা প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছি। সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।”
প্রসিকিউশন আরও জানায়, বাংলাদেশ ট্রাইব্যুনালের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও এসব তথ্য-প্রমাণ গ্রহণযোগ্য করতে তাদের অকাট্য করার চেষ্টা চলছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়, এই হত্যাযজ্ঞে জড়িতদের প্রমাণ লুকাতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়েছে। পাশাপাশি তথ্য প্রমাণ সংগ্রহে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে অসহযোগিতার সম্মুখীন হতে হয়েছে।
তাদের বক্তব্য অনুযায়ী, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে কল রেকর্ড ও অন্যান্য প্রমাণগুলো যাচাই করা হলে গণঅভ্যুত্থানের ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা আরও স্পষ্ট হবে।
সূত্র: বিবিসি
বিএনএনিউজ২৪, এসজিএন