প্রবাস ডেস্ক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার জন্য বাসা থেকে খাবার তৈরি করে পৌঁছে দিচ্ছেন। রোববার (১২ জানুয়ারি) প্রতিদিনের মতো তিনি হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও বিএনপি নেতা কামাল আহমদ।
৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সম্প্রতি তারেক রহমান নিয়মিত হাসপাতালে যাতায়াত করছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করলেও কোনো মন্তব্য করেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রতিদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং বিশেষজ্ঞদের পরামর্শে সোমবার কিছু বিশেষ পরীক্ষা করা হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে খালেদা জিয়া মানসিকভাবে চাঙ্গা রয়েছেন এবং সময়টা ভালো কাটছে। তিনি রিল্যাক্স মুডে আছেন বলে জানান।
গত ৮ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। পরিবারের সদস্যরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪,এসজিএন,শাম্মী