১:১১ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিএনএ, খুলনা : খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনায়েত হোসেন (২৮)  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত এনায়েত হোসেন খুলনার রুপসা এলাকার বাসিন্দা।

আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এএসআই) লুৎফুল হায়দার এলাকাবাসীদের বরাত দিয়ে জানান, তেলিগাতির নজরুল ইসলামের বাড়িতে শনিবার সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এনায়েত হোসেনকে দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী। সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বিএনএনিউজ/এইচ.এম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ