30 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » টেকনাফে ৬৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৬৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৬৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১৫।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে এক মহিলাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়া এলাকার আবুল কালামের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) ও একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ আরাফাত (১৯)।এ সময় মাহমুদা খাতুনের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও আরাফাতের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা

বিষয়টি নিশ্চিত করেছেন,র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী।

আটককৃতরা জানায়, র‌্যাব বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন পালিয়ে যায়। তারা দীর্ঘ দিন যাবত অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এবং টেকনাফ কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এসব বিক্রয় করে আসছে।

র‌্যাব জানায়, মাদক কারবারি ও পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দয়ের করা হয়েছে।

বিএনএ/ফরিদুল আলম শাহীন,এফএ, ওজি

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ