20 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই,স্বাস্থ্যবিধি উপেক্ষিত

কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই,স্বাস্থ্যবিধি উপেক্ষিত


করোনার নতুন ধরন ওমিক্রন এর বিস্তার ঠেকাতে সরকারের ১১ দফা নির্দেশনা কেবল কাগজে-কলমেই। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের মধ্যে যেমন নেই সচেতনতা। এক শেণীর মানুষ যেন ইচ্ছে করেই মানছেন না।পরিস্থিতি দেখে মনে হচ্ছে, কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই,স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা উপেক্ষিত।

করোনার উর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারের জারি করা ১১ দফা বিধিনিষেধ বৃহস্পতিবার(১৩জানুয়ারি) থেকে কার্যকর।
নতুন বিধিনিষেধের প্রথম দিন রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরগুলোতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ চোখে না পড়লেও ব্যস্ততম সব জায়গাতেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। উদাসীনতার ছাপ গণপরিবহনেও।

গত সপ্তাহে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও আক্রান্ত হওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি অস্বীকার করছেন। এখনও সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে লোকজন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে চরমভাবে উদাসিন।

বৃহস্পতিবার(১৩জানুয়ারি) চট্টগ্রাম শহরের প্রবেশ পথে নতুন ব্রিজ(কর্ণফুলী শাহ আমানত সেতু) এলাকায় দেখা যায়, দক্ষিণ চট্টগ্রাম হতে আসা লোকজন বাস থেকে নামছেন,তাদের অর্ধেকেরও মুখে মাস্ক নেই। অনেকে সর্দি কাশিতে আক্রান্ত। শহরের রাস্তার ওপর যেখানে সেখানে লোকজনকে সকালে কফ, থুতু ফেলতে দেখা যায়।

এমনকি করোনার টিকা নিতে লাইন ধরে দাড়িয়ে থাকা (চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল) লোকদের মধ্যে মাস্কবিহীন চেহারা চোখে পড়েছে বৃহস্পতিবার।


ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন : ১১ দফা বিধিনিষেধ

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ নিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ