বিএনএ,গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় যৌতুক দিতে না পারায় রুপা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী কামরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে গণমাধ্যমে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শন (এসআই) জুয়েল জানান, বুধবার শারীরিক নির্যাতনে গৃহবধূ মৃত্যুর খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪.কম/রুকন/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন