বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান-২ এর ঘটনায় নিহতের পরিচয় মিলেছে। তার নাম আজিজুল হক। তিনি গুলশানের ৯৩ নম্বর রোডের ৬ নম্বর হাউজের ১৪ তলার ছাদে সেন্ট্রাল এসির মেরামতের কাজ করছিলেন। এ সময় এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে রাতে আজিজুলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বারিধারা জোনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, ১৪ তলা ভবনের ছাদে সেন্ট্রাল এসি মেরামতের কাজ করছিলেন আজিজুল। সেখানেই কম্প্রেসার মেশিন বিস্ফোরিত হয়ে তিনি মারা যান। ।
ঘটনার পর ছাদে গিয়ে তিনটি কম্প্রেসার বিস্ফোরণ অবস্থায় দেখতে পাওয়া যায়। এর পাশেই পড়েছিল তার মৃতদেহ। গোলযোগের কারণে ওই ভবনের নিচে বিকট শব্দে বিস্ফোরণে কাচগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এই কারণে ভবনের নিচতলায় ভিসা সেন্টারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে কাচ-চুরমা ও ফার্নিচারগুলো এলোমেলো হয়ে যায়।
তিনি আরও জানান, তদন্তের পরই জানা যাবে আসলে কি কারণে এগুলো বিস্ফোরিত হয়েছে।
বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম।