17 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে চক-মোম দিয়ে তৈরি হচ্ছে চকলেট,আটক-৫

রাজধানীতে চক-মোম দিয়ে তৈরি হচ্ছে চকলেট,আটক-৫

রাজধানীতে চক-মোম দিয়ে তৈরী হচ্ছে চকলেট,আটক-৫

বিএনএ,ঢাকা:রাজধানীর চকবাজারে ৪টি কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি নানা শিশুখাদ্য ও চকলেট জব্দ করেছে র‍্যাব।যেসব কারখানায় অভিযান পচিালনা করা হয় সেগুলো হলো,আবীর ফুড প্রোডাক্টস, কবীর ফুড প্রোডাক্টস, জাহিদ ফুড প্রোডাক্ট ও সুবেল ফুড প্রোডাক্ট।

বুধবার (১৩ জানুয়ারি)দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‍্যাব।সে সময় প্রায় ১৫ লাখ টাকার শিশু খাদ্য জব্দ করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি লজেন্স ও শিশু খাদ্য তৈরিতে চক,মোমবাতিসহ ক্ষতিকর কেমিক্যাল এবং রং ব্যবহারের প্রমাণ পায় অভিযান পরিচালনাকারী দল।

অভিযান পরিচালনাকারী দলের সদস্য বিএসটিআইয়ের পরিদর্শক শহীদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, লোকচক্ষুর অন্তরালে নিম্নমানের খাদ্য তৈরি করতে এসব এলাকা বেছে নিয়েছে বিভিন্ন চক্র।এসব প্রতিষ্ঠানের কোনটিরই লাইসেন্স নেই।

তিনি জানান,এসব কেমিক্যাল শিশুদের শরীরের কার্যক্ষমতা হ্রাস করে এবং মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর।চক ও মোমের পাশাপাশি হাইড্রোজ আর প্যারাফিনের মতো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।যা শিশুসহ যেকোন বয়সের মানুষের শরীরের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন,যারা খাবারে ভেজাল দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এসব কারখানায় চকলেট, কদমা, ললিপপ তৈরির কাজে ইন্ডাস্ট্রিয়াল রঙ, হাইড্রোজ ও মোম ব্যবহার করা হত।যা স্বাস্থ্যসম্মত নয় বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ