33 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে ৪০ টন পর্দা-সোফার কাপড় আটক

চট্টগ্রাম বন্দরে ৪০ টন পর্দা-সোফার কাপড় আটক

চট্টগ্রাম বন্দরে ৪০ টন পর্দা-সোফার কাপড় আটক

বিএনএ,চট্টগ্রাম: চীন থেকে শিল্পের কাঁচামালের ব্লিচড ফেব্রিক্স আমদানির ঘোষণা দিয়ে দুই কন্টেইনার ৪০ টন পর্দা ও সোফার কাপড় এনেছে ঈশ্বরদী ইপিজেডের রপ্তানিমুখী প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। ওই চালানে আমদানিকারক প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা শুল্কফাঁকি দেওয়ার অপচেষ্টা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিষয়টি কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দরে ৪০ টন পর্দা-সোফার কাপড় আটক

কাস্টমস সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আসার প্রায় দেড় মাস এবং অপর কন্টেইনারের ২০ দিন পেরোলেও পণ্য খালাসের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান কোনো উদ্যোগ নেয়নি। এদিকে চীন থেকে আসা কন্টেইনারে ঘোষণা বহির্ভূত পর্দা ও সোফার কাপড় আছে এমন সংবাদ থাকায় এআইআর শাখার টিম জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কন্টেইনার দুইটির বিএল ব্লক করে রাখে। পণ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমদানিকারকের প্রতিনিধিকে মৌখিকভাবে অনুরোধ করে এআইআর টিম । তৎপ্রেক্ষিতে তারা জানায়, কন্টেইনার দুইটি তাদের প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত নয় এবং কেউ তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্যচালান দুইটি আমদানি করেছে। এরপর কাস্টম কমিশনারের নির্দেশে কনটেইনার দুইটি ফোর্স কিপডাউন করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেন এআইআর শাখার কর্মকর্তারা।

এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, দেশি পোশাক শিল্পের প্রসারের লক্ষ্যে সরকার ইপিজেডের প্রতিষ্ঠানগুলোকে আমদানি ঋণপত্র (এলসি) ছাড়াই আইপির মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে। শিল্পের কাঁচামালের ক্ষেত্রে তড়িৎ খালাসের আওতায় পণ্যচালানগুলো ছাড় দেওয়া হয়। এ চালানে সুযোগের অপব্যবহার করে মিথ্যা ঘোষণার মাধ্যমে অভিনব পন্থায় শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কাস্টমস হাউসের জিরো টলারেন্স নীতির কারণে পণ্য খালাসের উদ্যোগ নেয়নি এ চক্র। তবুও শেষ রক্ষা হলো না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
দেড় কোটি টাকা মূল্যের এ চালানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা শুল্কফাঁকির অপচেষ্টা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ