বিএনএ,ঢাকা:বেশি দামে করোনার টিকা কিনে সরকার নতুন লুটপাট শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কেবল দুর্নীতির জন্য ২ ডলারের টিকা ৫ ডলারে কেনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, এ দেশে আইনের শাসন নেই।করোনা পরিস্থিতিতেও রাষ্ট্রের টাকা মেরেছে তারা।এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।সুপরিকল্পিত ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।এসব অন্যায়ের প্রতিবাদ করার সময় এসেছে।তাই সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না।সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। এজন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার ১২ বছর ধরে বিরোধীদের ওপর স্টিম রোলার চালাচ্ছে।৩৫ হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না।বাংলাদেশের মানুষ সংগ্রামী। তারা সংগ্রাম করে দেশে ফের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা।
বিএনএনিউজ/আরকেসি