24 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের

চট্টগ্রামে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের

চট্টগ্রামে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মোগলটুলিতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ‘বিদ্রোহী’ কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) নিহত আজগর আলী বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু বাদি হয়ে ডবলমুরিং থানায় এ মামলা (মামলা নম্বর: ১০) দায়ের করেন। মামলায় ১৩জনকে জ্ঞাত ও ৩০-৪০জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামিরা হলেন- মো. আবদুল কাদের (৫০), হেলাল উদ্দিন প্রকাশ হেলাল (৪০), ওবাইদুল করিম মিন্টু (৪৫), আবদুল ওয়াদুদ রিপন (৪২), আবদুর রহিম রাজু (৪৫), আসাদ রায়হান (৩৫), আলাউদ্দিন আলো (৩৫), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ (৪৮), সালাউদ্দিন সরকার (৪৫), দেলোয়ার রশিদ (৪২), মো. আলমগীর (৪৫) ও আবদুন নবী (৪৭)।

চট্টগ্রামের ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, ১৩ জনকে জ্ঞাত ও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে নিহত আজগর আলী বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের পাঠানটুলীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজগর আলী ওরফে বাবুল (৫৫)। এসময় আহত অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক। এ ঘটনায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাস্থলের কাছেই আশ্রয় নেওয়া একটি বাসা থেকে তাকে ও তার সমর্থকদের আটক করা হয়।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী ওরফে বাবুলের মৃত্যু হয়। মাহবুব নামে গুলিবিদ্ধ আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ