24 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » মেয়াদোত্তীর্ণ কেক-মিষ্টি রাখায় ফুলকলিকে অর্থদণ্ড

মেয়াদোত্তীর্ণ কেক-মিষ্টি রাখায় ফুলকলিকে অর্থদণ্ড

মেয়াদোত্তীর্ণ কেক-মিষ্টি রাখায় ফুলকলিকে অর্থদণ্ড

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কবির টাওয়ার এলাকায় অবস্থিত ‘ফুলকলি’ নামক খাদ্য পণ্যের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশে সংরক্ষণের অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, আজ তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চাঁন্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় কবির টাওয়ারে অবস্থিত ফুলকলি নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য, বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছে। এ ছাড়াও অনুমোদনবিহীন বিভিন্ন পানীয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন পণ্যে মূল্য লিখে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, এ ছাড়াও নগরের কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয়ে (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে কমেসার্স বিসমিল্লাহ স্টোর (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএনিউজ / নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ