30 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ওবায়দুল কাদেরের পিএস মতিন রিমান্ডে

ওবায়দুল কাদেরের পিএস মতিন রিমান্ডে

ওবায়দুল কাদেরের পিএস মতিন রিমান্ডে

বিএনএ, ঢাকা: ছাত্র রিয়াজ হোসেনকে হত্যার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল মতিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন।

এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
‘মমতাজ মহল’ নামে ওই বাড়িটি তার স্ত্রীর নামে বলে জানিয়েছেন মতিন।

আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাগকাটা গ্রামের বাসিন্দা। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বৈষম্য বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইস্পাহানি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১)।

ওই সময় এজাহারনামীয় আসামিদের ছোড়া গুলি তার মাথার পিছনে লাগে। সঙ্গে সঙ্গে মাঠিতে লুটিয়ে পড়ে তিনি। পরবর্তীতে ১৯ জুলাই সন্ধা ৬ টায় সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের চাচা রমজান আলী শওকত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ