22 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে ববিসাসের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে ববিসাসের সৌজন্য সাক্ষাৎ


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। রোববার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সদস্যরা। সাংবাদিক নেতারা ক্যাম্পাসের উন্নয়ন অগ্রগতির পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কথা বলেন। সমিতির সহ-সভাপতি সোহেল রানা ক্যাম্পাসের ছয় দফা প্রাঙ্গণ সৌন্দর্য বর্ধনের দাবি রাখেন।

সমিতির সভাপতি ওবায়দুর রহমান, সহ-সভাপতি সোহেল রানা, কোষাধ্যক্ষ জাকির হোসেন, দপ্তর সম্পাদক ইমদাদুলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য সমিতির সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি প্রতিষ্ঠায় ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যেকোনো সমস্যার কথা সাংবাদিকরা আমাকে অবগত করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রতিশ্রুতি নয় কর্মে প্রদর্শন হবে৷ পাশাপাশি শিক্ষার্থীদের যেকোন সমস্যায় আমার দরজা খোলা রয়েছে বলে জানান তিনি৷

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ