বিএনএ, ঢাকা: প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন রোববার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে শুরু হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার, বিএনএমর যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম সরোয়ার হোসেন ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী।
এ ছাড়া আরও উপস্থিত আছেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি চাকসুর ভিপি মো. নাজিম উদ্দিন , সাধারণ সম্পাদক ও চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ, কো-চেয়ারম্যান ও চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশির।
মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বিকশিত করার লক্ষ্য নিয়ে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের আত্মপ্রকাশ ঘটে। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম তৃণমূল বিএনপির সাথে একজোট হয়ে নির্বাচন করবে।
বিএনএ/ ওজি