বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে মোঃ বাকি বিল্লাহ (২৮) ও মোঃ শাহাজামাল (৩৮) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১১ নভেম্বর) বিকালে তাদের দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর গ্রামের মৃত শহীদ সরদারের ছেলে মোঃ বাকি বিল্লাহ ও বেনাপোল ভাবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ শাহাজামাল।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মোঃ বাকি বিল্লাহ’কে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ শাহাজামাল,কে ২০০ (দুইশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিএনএ/ সোহাগ হোসেন, ওজি