17 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম

ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম


বিএনএ, ঢাকা : স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান দাম ৮০ হাজার ১৩২ টাকা থেকে বেড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা হবে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৫১৬ টাকা থেকে বেড়ে ৭৮ হাজার ৭৩২ টাকা হবে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ