16 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে কবিতা আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে খিলগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে আমরা খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়ার মসজিদ গলি এলাকার ৪৫/ক এর একটি বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করি। গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলেছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আত্মীয়-স্বজনের কাছ থেকে জানতে পারি কবিতা আক্তার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা আব্দুল মালেক রিকশা চালক। মা বাসাবাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হুমনা উপজেলার মনিপুর গ্রামে। সপরিবারে তারা খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ