বিএনএ ডেস্ক :বলিউডের বাদশাহ শাহরুখ খান দেশেই ফের বিপাকে পড়েছেন। ভারতে মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে।ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।
দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে শনিবার(১২ নভেম্বর) অভিনেতাকে আটক করেন দফতরের কর্মকর্তারা।
সূত্রের জানায়, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ছয় লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর শাহরুখকে ছয় লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে।
তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
ব্যাবসায়িক কাজে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন কিং খান। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার। শুক্রবার (১১ নভেম্বর) শারজায় তাঁকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ’ পুরস্কারে ভূষিত করা হয়।
বিএনএ/ ওজি