বিএনএ, রাবি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। সম্মেলনের আগে নতুন করে কোনো জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রদান না করতে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। এতে করে অনিশ্চিত হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া।
শনিবার (১২ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও, তা স্থগিত হয়ে যায়। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই রাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হবে। কিন্তু এরইমধ্যে, কাগুজে কমিটি দেওয়ার নিষেধাজ্ঞা চলে আসায় রাবি শাখার কমিটি নিয়ে বিপাকে পড়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, “আমরা সংবাদটি দেখেছি। বাংলাদেশ ছাত্রলীগ নেত্রীর সিদ্ধান্ত মানতে বাধ্য। আমরা ভেবেছিলাম, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুতই রাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করবো; কিন্তু বিষয়টি এখন অনিশ্চিত।”
এদিকে, প্রেস বিজ্ঞপ্তির কমিটিতে নিষেধাজ্ঞা আসার পর হতাশা ব্যক্ত করেছেন রাবি ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পদপ্রত্যাশীর সাথে কথা বলেছে সংবাদ প্রকাশ। তারা জানায়, “আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম রাবি ছাত্রলীগের সম্মেলনের জন্য। গতকাল সম্মেলন স্থগিত হলো, আজ কাগুজে কমিটির ওপর নিষেধাজ্ঞা—অর্থ্যাৎ আরও বিলম্বিত হতে যাচ্ছে কমিটি গঠনের প্রক্রিয়াটি।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, “রাবি ছাত্রলীগ দেশের অন্যতম বৃহৎ একটি ইউনিট। প্রায় অর্ধযুগ পেরিয়ে গেলেও, কমিটি নিয়ে এমন টালবাহানা মেনে নেওয়া যায় না। সম্মেলনের মাধ্যমে কমিটি প্রদান করলে এমন পরিস্থিতির স্বীকার হতাম না আমরা।”
রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৮ ডিসেম্বর। গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে, প্রায় অর্ধযুগ পেরিয়ে গেলেও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই পরিচালিত হচ্ছে রাবি ছাত্রলীগ।
বিএনএ/সাকিব, ওজি