19.5 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযােগ,গ্রেফতার ৩২

সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযােগ,গ্রেফতার ৩২

গ্রেফতার

বিএনএ, ঢাকা: সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মহাখালীতে এসকেএস টাওয়ার থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতাররা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে টাওয়ারের ফুড কোর্টে উপস্থিত হয়েছিলেন।শুক্রবার (১১ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়। কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় পলাতক আসামি তারা। এছাড়া শুক্রবার রাতে মূলত তারা সরকারবিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠকে মিলিত হন।

ওসি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ের একজনকে পেয়েছি। তার নাম আবুল কালাম আজাদ। তিনি ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ