29 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন ছিল-রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন ছিল-রোহিত শর্মা


টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ‘আমাদের প্রথম ম্যাচটায় (পাকিস্তানের বিপক্ষে) দলের অনেকে ভালো খেলেছিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন ছিল। মনে করেছিলাম ৯ ওভারে ৮৫ রান ডিফেন্ড করা কঠিন। যদিও নার্ভ ধরে রেখে আমরা খেলেছি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেটা করতে পারিনি।’

বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে বাংলাদেশ প্রসঙ্গ টানলেন রোহিত শর্মা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিল ভারত। গ্রুপ পর্বে তারা কেবল একটি ম্যাচে হারে, অবশ্য বাংলাদেশের বিপক্ষে হারতে হারতেও জিতেছিল তারা।

ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিজেদের সেরাটা দিতে পারেনি ভারতের খেলোয়াড়রা। দলের দুই ওপেনারই মোটামুটি ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, ‘যা হয়েছে, সেটা নিয়ে খুবই আপসেট। শেষের দিকে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু বল হাতে সেরটা দিতে পারিনি। আসলে নকআউট পর্বগুলোতে চাপ সামাল দিয়ে খেলা খুব গুরুত্বপূর্ণ।’

১৬৯ রান তাড়া করতে নেমে আলেক্স হেলস ও জস বাটলার মিলেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন।

তাদের সম্পর্কে রোহিত বলেন, ‘ইংল্যান্ডের ওপেনারদের ক্রেডিট দিতে হবে। তারা অনেক ভালো খেলেছে। বল প্রথম ওভারে সুইং করছিল। কিন্তু সেটা সঠিক জায়গা থেকে নয়।’

বিএনএ.ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ