বিএনএ, ঢাকা : হজ পালনে সমুদ্রপথে জাহাজে হাজিদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম পড়বে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, সমুদ্রপথে হাজিদের পাঠানোর ক্ষেত্রে বড় চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের কর্জ দেয় তাহলে আমরা এটা করতে পারব।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। মাহফিলের শুরুর আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি সরকার থেকে অনুমোদন পেলে সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আলাপ করে দুই হাজার কোটি টাকা যদি তারা ঋণ দেন তাহলে হাজিদের নেওয়া হবে।
তিনি আরও জানান, একটা শিপিং কম্পানি জানিয়েছে, তারা লাভের আশায় নয়, সওয়াবের আশায় এটা করবে। এটা করা হলে বিমান থেকে ৪০ শতাংশ ভাড়া কম লাগবে জাহাজে।
বিএনএনিউজ/এইচ.এম।