27 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে এস্ট্রো অলিম্পিয়াড

চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে এস্ট্রো অলিম্পিয়াড


বিএনএ, চবি: ইন্টারন্যাশনাল স্পেস সপ্তাহ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে এস্ট্রো অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

চবি সায়েন্টিফিক সোসাইটি’র সভাপতি মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সদস্য রুফাইদা সিদ্দিকী ও অতনু সিনহার যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান।

অনুষ্ঠানে ছিল কসমিক আইকিউ প্রতিযোগিতা, স্কাইওয়ার্ড স্যাটার প্রদর্শনী ও এস্ট্রো টক’র মতো চমৎকার সব সেগমেন্ট। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এস্ট্রোনমি বা মহাকাশ জগৎ সম্পর্কিত অজানা বিষয় ও রহস্য উন্মোচনে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। ফলে এ সম্পর্কিত জ্ঞানে শিক্ষার্থীরা দিন দিন নিজেদের মেধাকে শানিত করছে এবং দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সাক্ষর রাখছে। বক্তারা আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এস্ট্রোনমি সম্পর্কিত জ্ঞানার্জন ভবিষ্যৎ বিশ্বের জন্য দক্ষ ও সময়োপযোগী গবেষক তৈরিতে সহায়ক। পাশাপাশি, মহাকাশ গবেষণাকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ যোগাতে এধরনের আয়োজন নিয়ামকের ভূমিকা রাখবে।

এতে উপস্থিত ছিলেন চবি সায়েন্টিফিক সোসাইটি’র সিনিয়র সহ-সভাপতি গুলনাহার আক্তার তৃষা, সহ-সভাপতি সৈয়দ জাওয়াদ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি, সহসাধারণ সম্পাদক রওনাক রওশন ফিহা, কার্যনির্বাহী সদস্য সিফাতুল ইসলাম মিজান, ইকরামুল হক ইকরাম, সিফাত শাহরীন স্বচ্ছ, মোহাম্মদ ওয়াসিফ মুরসালিন সাদনান, তাসমিয়া তাবাসসুম নিশাত, রেজানুর রহমান হৃদয়, ওলি চাকমা, ওজায়ের হোসেন, ফাহরিয়াল ইমরোজ, রিদওয়ান সিদ্দিকী, আশিকা হোসেন রিপা, কাঁকন সাহা, ফারিহা ফাইজা, মেহেদী হাসান, আফরিনা আবু মিথিলা প্রমুখ।

বিএনএ নিউজ/ বাইজিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ