বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতক। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে এক মেয়ে নবজাতকের মারা গেছে। অপর চারজন এনআইইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সকাল ১০টায় নরমাল ডেলিভারিতে এই পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালকের স্ত্রী মানসুরা বেগম (২২)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলা।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্যহাতির মৃত্যু
তিনি বলেন, নরসিংদী থেকে একজন নারী আজ সকালে আমাদের গাইনি বিভাগে ভর্তি হন। এরপর তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি। জন্মের সময় এক মেয়ে নবজাতক মারা গেছে। অপর চারজনকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। জন্ম দেওয়া ওই নারী চিকিৎসাধীন রয়েছেন।
বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম